প্রেম-প্রীতি-ভালোবাসার কোনো
আলোড়ন দেখিনা আজ পৃথিবীর বুকে
শুধু পৃথিবীর জীব বলে ভেবে নিতে হয়
দিনরাত্রীর এই নিবিড় আয়োজনে নিজেকে!
হৃদয়ের গভীর অন্ধকারের সারাৎসারে
মুর্খ চেতনার উচ্ছাসে নিজেকে চিনে নিতে ইচ্ছে জাগে
কীট্, পতঙ্গ, অজস্র বন্য প্রানীর হৃদয় থেকে
সময়,সমাজ, শতাব্দীর মানুষের বৈশাদৃশ্য কে;
অবাক হিংসার আস্ফালনে কুকুরের মুখ থেকে
কেড়ে নিতে চেয়েছে মাংস টুকরো মানুষ
শুধু প্রহসন ছড়ায়ে রয়েছে ভূয় সমাজের প্রন্তরে
ভ্রমে, সহসা বিস্মেও নেই তার কোনো হূশ!
শৃঙ্গাল-কুকুর-সিংহ হিংস্র প্রানীর
হানাহানী আঁশটে রক্তে লালিত হৃদয়
কোনো একদিন রূঢ় সমাজের বুকে
ভেবেছিলাম তা মানুষের মতো নয়।