পৃথিবী চলে গেছে আজ তিমিরের রাজ্যে
শুধু অমাবস্যা-অমাবস্যার ভ্রূণের জন্ম দেয় যেখানে
যষ্ঠি ধরা বৃদ্ধের মতো হায় কোটি কোটি প্রজারা!
অবিরত থমকে হয় দিশেহারা-
নিছক জীবনের স্রোত মথিত করে চলে গেছে
এই পথে অজস্র টেরিকাটা ফিরিঙ্গিরা দলে দলে।
আকাশে তারারা জেগে থাকে টি.বি রোগে
ক্রমাগত মুত্যুর দিকে ঢলেপড়ে একটু একটু করে
আরো নিষ্প্রভ হয়ে আসে প্রান
রুশো আর লেনিনের ঘ্রান.....
ঘন অমাময়ীর জন জোয়ারে বিলোড়ন জাগে
গাঢ়োলের মতো টেলিভিশনে বুদ্ধিজীবীরা আসে,
আলো ছেড়ে কালোর ভালোত্ব গেথে দেয় তারা
বিপুল মত্ততায় হেঁসে খেলে নিয়ে যায় প্রজারা।
এ বিশাল রাত্রি ও রাত্রি র খেলায়
কখনো ভাসেনি যারা দিনের ভেলায়-
সেই অবচেতনারা কান পেতে শোনে শুধু
এই মরুভূমি সভ্যতার ব্যর্থতার ধু ধু.....
এক দিন তবু আলো সঞ্চালন হবে
এই তমিশ্রার পৃথিবীর কারাগারে
কোনো একটি প্রজার অন্ধকার ঔরসে
আলোর জন্ম নেবে রুশো অথবা লেনিনের বুকে।