স্বপ্নের চিল কর্ম গোধূলির শেষ রং নিয়ে
উড়ে যেতে চায় দিনমান অন্তে
নবীন পিপাসার আসক্তিতে।
এঁকে দিয়েছে যেখানে নদীর বুকে
দ্বাদশী তিথির গলিত সোনার চন্দ্র প্রতিবিম্ব
ভীন্ন চাহিদায় জীবনের স্তম্ভ।
কৃষ্ণচূড়ার ফুল পেতেছে লাল গালিচা
সোনালি আলোয় নরম সৈকতে
ছোটো ছোটো শামুকের সাথে।
সারিসারি দেওদারো বন ঢেকে দিয়েছে
অন্তহীন পথের কিনারা
সীমাহীন সবুজে ভরা।
অদূর মহূয়ার মাতাল গন্ধে
মহূয়ার শিশু হয়ে জন্মাতে ইচ্ছ করে সেখানে
স্বপ্নের চিল উড়তে চায় ঐখানে।