পৃথিবীর হাড় কঙ্কাল সভ্যতার বুকে
অগাধ হৃদয়ের ক্লান্তি নিয়ে
খুঁজে চলেছি ঢের দিন তোমায়
গভীর অন্ধকার থেকে অলিক আলোর ছটায়।
এই ধূসর বিবর্নতার রূঢ় রপ্ত নিয়মে লালিত
কোটি কোটি রমনীর হৃদয়
আর কী ভালোবাসা দিতে পারে হায়।
কুৎসিত সভ্যতার অনন্ত ব্যপ্তি তে ঢাকা
আধুনিকতার ঘোলা জলে নিমজ্জিত থেকে তাই
যৌন স্পৃহা ভূলে;তোমায় পেতে চাই সৌমিলি রায়।
প্রেম প্রণয়াসক্ত অসংখ্য মধুমাস
চলে গেছে আমার যৌবনের পাস কেটে
আমি ধরা দিতে পারিনি তাদের হাতে।
বর্ষীয়সী সভ্যতার নবীন রূপসীর বুকে
জীবনকে খঁজে পাবো হাজার বছর আগের
সে হরিৎ ঘ্রান পাবো তোমার হৃদয়ের।
কোনো দিন পেতে পারি আবারো তোমায়
সোনাঝুরি-পিয়ালের অন্তহীন কোলে
এই ধূসর পৃথিবীর অন্ধ সভ্যতার স্বাদ কে ভূলে।
হৃদয়ের অগাধ ক্লান্তির নিরাময়ে
জীবনকে ছেড়ে দিতে চাই তোমার হরীৎ জোৎস্নায়
দূরতর সবুজ দ্বীপের রূপসি তুমি সৌমিলি রায়।