তুমি সুন্দর ভারতের রূপসী কন্যা
এই পৃথিবীর অনন্যা
তোমার আশ্চর্য্য রূপের মহিমা
বল কোন দেশ জানে না
ও আমার প্রানের প্রিয় বাংলা
তোমায় ছেড়ে থাকতে চাইনা একলা।
আমি হাজার দেশ করিয়া ভ্রমন
পেলাম নাতো এমনি স্বাদ
দূরে করে রাখবে কে গো
তোমার আমার প্রেমের বাঁধ
ও আমার প্রানের প্রিয় বাংলা
তোমায় ছেড়ে থাকতে চাইনা একলা।
আমি নিজেই নিজের গর্বে উতলা
আমার জন্ম দিয়েছো ওগো বাংলা
ও আমার প্রানের প্রিয় বাংলা
তোমায় ছেড়ে থাকতে চাইনা একলা।