ওগো পল্লিবধূ কেন তুমি আমায় ডাকো না
আমি সইতে যে পারি না আর
এই শহরের যন্ত্রনা....
আমার প্রান জেঘে রয় ধোঁয়ার আকাশ নীচে
তোমার সেথায় প্রান যে ঘুমায়
সবুজ পাতার গালচে....
উঁচু উঁচু বাড়ির নীচে একলা আমার মন কাঁদে
হোকনা তোমার খড়ের চালী
তাও তো হৃদয় সেথায় স্বপ্ন বাঁধে....
আমার গাড়ি ঘোড়ার শব্দে তিতাল দুপুর
সেথায় রাখাল বংশি বাজায়
শোনায় তোমায় মিষ্টি সূর.....