তুমি কেন চুপ থাকো তখন
এই পৃথিবীর মানবতা নিঃস্ব হয় যখন?

ক্ষুধার্ত উৎরোল বালিকার চোখ বেয়ে
নেমে আসে যখন অসহায় ক্রন্দন।
কুষ্ঠরোগির পাশ দিয়ে মুখ বেঁকিয়ে যায়
যখন একদল হৃদয়হীন দুর্জন।
  
তবু কেন চুপ থাকো তখন
এই পৃথিবীর মানবতা নিঃস্ব হয় যখন?

লালসায় মত্ত জানোয়ারের হাত
কেড়ে নেয় যখন বিশ্বনারীর সতিত্ব-
আর নিছক শোকে পাগলের বুকে
পাথর ছুঁড়ে করে যখন বিভ্রান্ত‌।

তুমি কেন চূপ থাকো তখন
এই পৃথিবীর মানবতা নিঃস্ব হয় যখন?

বিশ্ব জীবের রক্ত লাল, তবু জাত খুঁজে
যখন মানুষে মানুষ কাটে-
মন্দির মসজিদে পচন‍শস্যের নামে
মিথ্যাচারের ঘণ্টা বাজে।

তবু কেন চূপ থাকো তখন
এই পৃথিবীর মানবতা নিঃস্ব হয় যখন?