নিঝুম পৃথিবীর মানুষের বেঁচে থাকার
নির্ঘন্ট পড়ে যাই শুধু
জল-বায়ু-খাদ্য-গৃহ ছাড়া
এ প্রান্তর মরূভূমি ধু ধু।
তবুও তা নয় জীবন কে বাচিয়ে রাখার
অপ্রলয় অনাড়ম্বর কোনো বস্তু।
ক্ষমতা-শাষন-ত্রাশন-মদ্য-রক্তের
পরিতৃপ্ত আঁশটে গন্ধ চাই
অসংখ্য অরন্য-গ্রাম-পাখিদের
বিলিন- মৃত্যু চাই।
নগরের কুঁড়ে একঘেঁয়ে সভ্যতায়
পিতা-মাতাহীন নিঃসঙ্গ শৈশব জীবন
অপভ্রংশ ফিরিঙ্গিদের ছাঁচে গড়া
এখানে ব্যর্থ সভ্যতার মিছে আলোড়ন।
নিঝুম পৃথিবীর মানুষের বেঁচে থাকার
নির্ঘন্ট পড়ে যাই শুধু
জল-বায়ু-খাদ্য-গৃহ ছাড়া
এ প্রান্তর মরূভূমি ধু ধু।