----------নিবিড় প্রেম--------
-----অসীম ঘোষাল
আমি অরব রাতের তারা
নই কোনো চাঁদ-
তবু একদিন ছিলাম সন্নিকটে চাঁদের মতোই
আলোক উদ্ভাসিত তোমার হৃদয়ের কাছাকাছি
বন্ধুর মতো- প্রেমিকের মতো-
নিবিড় ভালোবাসা-
কিন্তু ক্রমে আলো ক্ষীণ,দূরত্ব বেড়ে হল ঢের
ভালোবাসা প্রকাশে পড়ে গেল ছেদ
হৃদয়ের চারিপাশে জমা হল তীব্র অভিমান
কারারুদ্ধে ছটফট প্রেম-
ভেতরে ভালোবাসার সুদ জমে
শক্ত কঠিন সম্পর্ক গ্রহপুঞ্জের থেকে
সুদূর নক্ষত্রের দিকে নিল মোড়-
পৃথিবীর অভিজ্ঞতা বুকে নিয়ে বারে চিৎকার!
ভালোবাসা চাইনা- প্রেম চাইনা-
চাই শুধু একলা নক্ষত্রের জগৎ-
শব্দ পাওনি তার? তোমার চোখে ছিল বিস্ময়
কেন এত দূরত্ব?-
ভালোবাসার জ্যোৎস্নায় স্বার্থের অন্ধকারে কি
প্রেম হল লীন-? এর উত্তর তোমার চোখেই ছিল লেখা
আমি এখন অরব রাতের তারা
নই আর চাঁদ-
আমার ভালোবাসায় পুড়ে ছাই হয়ে যাবে
হৃদয়ের কাছাকাছি যেদিনই হবে-