সব আকাঙ্ক্ষা সপ্নেই থাক মোড়া নিত্য
বিস্মিত নই- আমি তো মধ্যবিত্ত-
বাস্তবতার লেহন শিখা পড়ুক না ঝরে বুকে
করুক না যত করে দিবা রিক্ত
ভয় তাতে কি?- আমার সুখ তো তমিস্রার অবচেতনা লালিত্য
বিস্মিত নই- আমি তো মধ্যবিত্ত।
নূতন জামার নিচে ছিন্ন গেঞ্জি টাতে
ভিজে আছে প্রযত্নে কত স্বপ্নের স্বেদ
বাঁধা ধরা মাইনে তে সংসারে টান টান
বউয়েরো তো থাকে কিছু জেদ।
যখন ক্ষিদের জ্বালায় পেটে 'ছুচো মারে ডন'
মানি ব্যাগ খুলে দেখি পড়ে আছে দশ টাকা
মিনি বাসে বালিগঞ্জ-গড়িয়ার ভাড়া
এর থেকে কম নয়, পেট থাক ফাকা।
ছেলে বলে বাবা চাই, মেয়ে বলে তাই তাই
স্ত্রীও তো সহমত, মমতায় সিক্ত-
ক্ষুদ্র জমার রাশি ক্যাপিটালে হাত পড়ে শূন্য
টেনশন চাপা দিয়ে তবুও অটল রাখো চিত্ত।
সমাজের চোখে কাজও তো ছোটো-বড়ো
লেবেল টা ঠিক রেখে ওখানেই পড়ে থাকো টিকে
অভাব টা যত আসুক, রূঢ় সমাজ কে ভেঙে দিলে
প্রতিবেশী সজনের 'ভ্রু' যাবে কুঁচকে।
রাশি রাশি ক্ষোভ নিয়ে যত পারো সমাজের কাছে
স্বপ্ন কে করে যাও বিক্রিত ভৃত্য
আমাদেরই চোখে তবু আকাঙ্ক্ষা বেশি বেশি
সামর্থে হেরে যাই আমরা যে মধ্যবিত্ত।