এখনো তোর স্বপ্ন গুলো
যত্ন করে রাখি
অবকাশের দুপুর গুলো
একলা বসে কাঁদি।
এখনো তোর মিথ্যে মায়া
থমকে দাড়ায় মোন
শ্রাবণ ধারায় বৃষ্টি নামে
অশ্রু ভেজা জীবন।
এখনো তোর স্মৃতির ঘরে
ঘুমাই নারে রাতে
ছায়ার মতো ভালোবাসে
থাকিস যেন সাথে।
এখনো তোর ডানায় গাঁথা
ইচ্ছে আমার পাখনা
দূরত্ব টা যতই বাড়ুক
ভূলে থাকা যায় না।
সময় গেছে সময় স্রোতে
কিছুই কী নেই বাকি
তবে কেন অপেক্ষা তে
প্রতিদিনি থাকি।
অবাক লাগে কেন যে আজ
খুঁজে আমি পাইনা
হৃদয় পাখি জ্বলেই মরে
খবর কী সে পায় না?