জীবনটা ওই নদীর মতো
চলছে এঁকে বেঁকে
হঠাৎ একদিন সাগর পেলে
মিলায় যাবে মৃত্যুতে।
মানুষ হারায় গোলক ধাঁধাঁয়
ঊজান ভাটির দুনিয়াতে
তখন অপার জলের মাঝে
দেখবি তোর কিছুই নেই যে
হঠাৎ একদিন সাগর পেলে
মিলায় যাবে মৃত্যু তে।
কখন কোথায় কী রেখেছিস
কার জন্য বা জীবন দিতিস
ভূলে যাবে সেও তো সেদিন
যাকে তুই এত ভালোবাসতিস
দেখবি তখন সোবাই যে তোর
হয়ে গেছে হঠাৎ পর.....
গোটা জীবন ঘুরে ফিরে
কী পেয়েছি এসে বার্ধক্যে
মনে বার বার এই প্রশ্নটা
আসবে ঘুরে শেষ শয্যা তে
জীবনটা ওই নদীর মতো
চলছে এঁকে বেঁকে
হঠাৎ একদিন সাগর পেলে
মিলায় যাবে মৃত্যুতে।
গীতিকবিতা