জীবন কখনো ঝরে যায় না-
হলুদ হেমন্তের মতো সজনহারা বিচ্ছেদ আসে
আসে নগ্ন হৃদয়ে বেঁচে থাকার পাতা ঝরা শীতের যন্ত্রনা
তবু কি বৃক্ষ মরে যায়?
সমস্ত বাস্তবতার লেলিহান অগ্নিশিখা কে বুকে নিয়ে
জীবন যুদ্ধে অনড় থাকে।
বসন্তের মতো বেঁচে থাকার সুখ সঞ্চারন শক্তি আসে
ইচ্ছেরা আরো প্রান খুলে ডানা মেলে
তার পর আসে এক নতুন জীবনের যেন অধ্যায়-
পাতা মেলা সবুজ বসন্তের পরিপূর্ণ সাজানো সংসার
এক অধ্যায় স্মৃতির পাতায় চলে গিয়ে
আরেক অধায়ের জন্ম দেয়
তবু কখনো জীবন ঝরে যায় না।
দিনের সমস্ত ক্লান্তিরা ঝরনার মত ঝরে যায়
যেমন রাতের প্রগাঢ় নিদ্রায়
তেমনি জীবনের বিষন্ন আঁধার কে মুছে দিয়ে আসে
নতুন ফুরফুরে আমেজের উদিত সকাল
জীবন দিগন্তের সবুজ উঠোনে-
অতীত কে অবসরে ফেলে রেখে
শুরু হয় আবার জীবনের নতুন পথে পথ চলা
তবু জীবন কখনো ঝরে যায় না।