এসো না আর ফিরে
ঝরা ফুলে গন্ধ নিতে
যে ফুল গেছে অকালে ঝরে
সে কি পারে গন্ধ দিতে...
যতই অবাক চোখে,চোখ মেলে থেকো না
পাপড়িতে চেয়ো না মন রাঙাতে
যে ফুল গেছে অকালে ঝরে
সে কি পারে রাঙিয়ে দিতে..
ভ্রমর কে আর ডেকো না
ও ফাগুনের পূর্ণীমা...
যে ফুলে মধু হয়নি কখনো জমা
কী দিয়ে মেটাবো তার তৃষ্ণা..
যে ফুল গেছে অকালে ঝরে
সে কি পারে মধু জমাতে
ভাঙা ছেড়া পাপড়ি গুলো মাটিতে ছড়িয়ে
এসো না আর তাকে জড়া দিতে...
যে ফুল গেছে অকালে ঝরে
সে কি পারে গন্ধ দিতে।