দীপাবলির দীপোৎসবের মতো সুদীপ্ত হয়ে ওঠে যেন প্রতিদিন এই কলকাতার বুক-
মহা আন্ধারের ব্যপ্তিকে আহ্বান করে;
পিলসুজ হাতে কোটি কোটি মানুষেরা খুজেঁ পায়
অচেতন আলোর কি যেন মুর্খ সুখ।
এই খানে এস. সি. মল্লিক রোড থেকে চলে গিয়ে
গোলপার্ক- গড়িয়াহাট- বালিগঞ্জ পেরিয়ে
পার্কসার্কাসের অসংখ্য লেম্পোস্টের আলোর দিকে
ছুটে গিয়ে দেখি শুধু অগনন অভূক্ত অন্ধকার।
আর দীপোজ্জ্বল সম্ভার নিয়ে দাড়িয়ে ক্ষুধার্ত
মানুষের প্রতিনিধিরা
প্রতিটি লেম্পোস্টের বুকে কি যেন লিখছে তারা।
বুঝলাম; উজ্জ্বল নগরীর আলোর পিপাসার
অনুজ্জ্বল সভ্যতার নিগূঢ় সারাৎসার।
এক লেম্পোস্ট থেকে অন্য লেম্পোস্টের
অদ্ভুত আলোয় ছুটে ছুটে
আমার চোখ ঘুমে জড়াতে চায় না-
মনে হয় শিয়ালদহ পেরিয়ে এম. জি রোডের দিকে
আরো কিছু দূর পথ দিই রওনা-
অবশেষে অতিদূর পথ হেটে অবসন্ন মনে দেখেছি
সূর্য সেন স্ট্রিটের অনেক ত্রিফলা আলো
মহা আন্ধারের ব্যপ্তিকে আহ্বান করে
মানুষের পথ কে করেছে কেমন যেন কালো!