প্রাচ্য ও পাশ্চাত্যের বুকে সভ্যতার জন্ম হয়েছে
পৃথিবী জুড়ে বারংবার,
দিল্লি, করাচি, লন্ডন, ব্যাজিং, দুবাইয়ের
বিবর্তন ঘটেছে শতবার।
তবুও তাত্বিক বিচারের দৃষ্টিতে মানুষ
সভ্যতার কখনো দেখেনি অর্থ অথবা গূড়ার্থ।
জার্মান, রাশিয়া, জাপান, ইরাক, ইরান, বার্লিন
আসলে কী তার চরিতার্থ করেছে ওয়াশিংটন-
এই সব সভ্যতার বুকে মানুষের সুখ-সম্পদ
বিলাসিতার এক প্রতিযোগিতার খেলায়
দেশ থেকে অন্য দেশ-মানুষ থেকে মানুষের উচ্চ আয়াস
এতে উন্নিত হওয়ার এক অদম্য সভ্যতার শুধু প্রয়াস।
শেতাঙ্গদের অস্পৃশ্য ঘৃনায় কৃষ্ণাঙ্গদের কোনঠাসা
বিভিন্ন জাতির স্বভাবের ইতিবৃত্ত নিয়ে
গড়ে উঠেছে আজকের সর্বাধিক আলোচিত বিষয়
বিস্ময়-                  
                       ‌‌                                       আদো কী এ সভ্যতার- নাকি ক্রমাগত তারই অবক্ষয়?