---- ব্যর্থ স্বাধীনতা ----
সারারাত জেগে থাকি ঘুমোতে পারিনা
আঁধার ঘনিত হয়- ভাবি শেষ সূর্য্য উঠবে কাল
ধ্বংস হবে স্বাধীনতার সূদীর্ঘ পথ চলা,
রক্তাক্ত মৃত্তিকা ভেজা ধর্ষিতা বোনের উৎরোল কান্নায়
ছেয়ে যাবে গ্রাম-গঞ্জ- নগর ব্যস্ত সড়ক,
নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারীর মতো
বিংশ শতাব্দীর মানব কোনোদিন দেখাবে না তার মুখ
আনন্দে জেগে উঠবে স্বেদরক্ত সিক্ত পতাকায় মোড়া
মৃত নবজাতকের হৃদয়-
হে মহামানব,
এই অমানবিক স্বদেশের জননী জঠরে
জন্ম নেবে নাকি আর কোনো দিন?
তোমার প্রয়ানের শেষ প্রহর থেকে করি যদি নিরিখন
আজকের দিনমান
ক্ষুধার্তের অভিমানে ঘুমোতে পারে না আজো আমার
ক্লান্ত প্রান-
হে মহামানব একবার এসে দেখো- চোখ মেলো
বিভৎস সভ্যতার আড়ম্বরে।