কত কত সহস্রাধিক শকুনের আকাঙ্খা
সারসের মতো চূপিসারে এসে কটা মৎস্য
শিকার করে ঘুমিয়ে গেছে...
নীড় আচ্ছাদনের কোমল কিশলয়ে।
অদূর স্থান থেকে মৃত শরীরের পচা
উৎরোল ভেসে আসে নাসিকাতে
অনন্ত চাহিদার ক্ষীন চেতনায় মোড়া
বক্ষস্থলের অলিন্দ থেকে...
চারিদিকে ঢেকে আছে তার
চির অভূক্ত হাহাকার-
ঘুম নেই অতৃপ্ত আত্মার চোখে
কখন যেন ভূলে ছিল ভ্রমে মৃত্যুকে।