তবে তাই হোক।
অভিমানী হৃদয় হারিয়ে যাক-
বৃষ্টির ভারে পর্যুদস্ত মেঘের ভীড়ে।
ফুরিয়ে যাওয়া গানগুলো লুকিয়ে পড়ুক-
জুড়িয়ে যাওয়া চায়ের পেয়ালায়।
তোমার জন্য লেখা গানগুলো সব-
তেষ্টা মেটাক কোন ভবঘুরে চাতকের।
নিরালায় বসে তুমি আর আমি-
চোখে রাখি চোখ, হাতে রাখি হাত।
চুরি করে পালিয়ে যাক তস্কর রাত।