কথা সব ভেসে যাক-
চোখ গুলো ভিজে যাক
রাত জাগা পাখি গুলো-
কেঁদে কেঁদে ফিরে যাক।

নিঃশ্ছিদ্র নীরবতা টুটে যাক-
অবাধ জোছনা পড়ে থাক-
তোমার চোখ শুকিয়ে যাক-
নদীগুলো সব বয়ে যাক।

আমি বসে থাকবো শুধু-
আমার অভিমান চেপে রেখে-
আর রাত জাগা পোকাদের-
সাথে নিয়ে সকালের অপেক্ষায়।