বলতো, সবচেয়ে বড় বেহায়া কে?
থতমত খেয়ে বললাম, আমি নাকি?
ধুর! তোমার কেবল ঝগড়ার পায়তারা!
আশ্বস্ত হলাম! তুমিই বলো কে বেহায়া?
উপরের দিকে তাকাও-
আকাশের দিকে তাকিয়ে-
জিজ্ঞেস করলাম, বৃষ্টি?
মোটেই না, আকাশটা নিজেই।
রেগে মেগে আকাশটা বলল, বটে!
আমার বৃষ্টিতে ভিজলি-
আমার গায়ে তারা গুনে রাত কাটালি-
আমার চাঁদের আলোয় স্নান করলি-
আর আজ, আমাকেই বললি বেহায়া!
বলেই আকাশটা ঝরঝর করে কেঁদে ফেলল।
আর সে আমাকে জড়িয়ে ধরে-
কানের কাছে ফিসফিস করে বলল-
দেখলে! কিভাবে আকাশ ভেঙে-
নামিয়ে আনলাম ঝমঝম বৃষ্টি!