কবিরা আসুক ফিরে-
মিথ্যার বুক চিড়ে।
আবার বজ্র ঝরাক কলম-
ফেলে দিয়ে তৈলাক্ত মলম।
ছিঁড়ে যাক প্রেমিকাদের আঁচল-
মুছে যাক চোখের কাজল।
আবার মিছিলে নামুক কবিরা-
কথা বলে উঠুক নির্বাক ছবিরা।
আকাশটা হয়ে যাক কবিতার খাতা-
লিখুক কবিরা, গুটিয়ে জামার হাতা।
বিষাক্ত অর্কিড নয়, স্নিগ্ধ গোলাপ চাই-
কবিদের কাছে, আর কিছু চাইবার নাই।