এক গ্রামের মেয়ে-
নদীর বুকে নেয়ে।
ফিরছিল বাড়ি-
গায়ে ভেজা শাড়ি।

মাঝপথে এক ছেলে-
এই গাঁয়ের ই জেলে।
চেয়েছিল হাত-
ভুলে গিয়ে জাত।

মেয়ের চোখে কান্না-
চুলায় চাপানো রান্না।
সমাজের লাল চোখ-
হৃদয়ে লেগেছে জোঁক।