আকাশটা ঝুঁকে এসে পাহাড়টাকে বলল-
আমি তোমাকে ভালোবাসি!
পাহাড় বলল, তাহলে দূরে কেন?
কাছে এস, আমার বুক তো পাতা আছে।
আকাশের খুব মন খারাপ হোলো।
তার যে নীচে নামা বারণ!
তার কষ্ট দেখে ছুটে এল বান্ধবী মেঘেরা।
চাঁদটাও এল এক তোড়া জোসনা নিয়ে।
তারপর মেঘ সখীদের মাঝে ভর করে-
আকাশের হৃদয়টা নেমে এল পাহাড়ের কাছে।
আর ঝিরিঝিরি বাতাসের রাতে আকাশটা-
পূর্ণিমা হয়ে নেমে আসে পাহাড়ের বুকে।