দেখে নিন দাদা -
কালো নাকি সাদা।
হাতে নিয়ে চেপে-
ওজনটা নিন মেপে।

ঠিকআছে তবে-
এইটুকুতেই হবে?
আরেক মুঠো দেবো?
দাম কমিয়েই নেবো।

ভেবে নিন আরেকবার-
চলছে দারুন মূল্যছাড়।
ধন্যবাদ! আবার আসবেন।
জিতে-গিয়ে আপনিই হাসবেন।