তোকে আমার বিকেলের মতো লাগে।
শান্ত, স্নিগ্ধ, পড়ন্ত একটা বিকেল।
তোর কাছে আসলে তাই আমার ঘুম পায়।
ক্লান্তি, শ্রান্তি আর বিরক্তি সব ছেড়ে যায়।

তোকে দেখলে আমার ভীষণ কবিতা পায়।
যে কবিতায় ফুলেরা ফোঁটে, পাখিরা উড়ে।
তোর চুলে আমি বসন্তের গন্ধ পাই।
যে বসন্তে কচি পাতারা গায় নতুনের গান।