আগুন গরম একটা চা দে তো ভাই,
কড়া করে চিৎকার বাড়িয়ে-
চেতনা দেব দু চামচ?
দে, ভালো করে নাড়িস।
এক চিমটি অধিকারও দিস।
ক্ষমা করবেন ভাই!
ও জিনিসটা চাইবেন না।
বেশি করে চেতনা দিচ্ছি-
গুলিয়ে খেয়ে ফেলুন।
কিছু শক্তিশালী চিৎকারও দিচ্ছি-
খেয়ে গলাটা ফাটিয়ে ফেলুন।
কিন্তু অধিকার-ফদিকার চেয়ে-
খামাখা বিব্রত করবেন না।
কী বললি! অধিকার দিবি না!
স্বাধীন দেশে বসে বলছিস-
আমায় আমার অধিকার দিবি না!
ধুর, ভাই! আপনি যান তো-
আপনার কাছে চা-ই বেচবো না।