বহুদিন ধরে আমি আঁধারের চাষ করছি।
এই আঁধারের বীজ তুলেছিলাম এক-
ভীষণ অমাবস্যার কালিগোলা রাতে।
অঙ্কুরোদগমের পর থেকে নিয়মিত-
আঁধারের গোঁড়ায় ঢেলেছি চাঁদ থেকে-
ধার করে আনা কলঙ্কের সার।
নিবিড় পরিচর্চায় আমার বাগানে বেড়ে উঠেছে-
ভীষণ রকমের কালো আর দুর্ভেদ্য অন্ধকার।
হঠাৎ কিছুদিন আগে আমার চোখে পড়ল-
আঁধারের ডালে একটা অস্ফুট কলি।
অঢেল বিস্ময়ের সাথে আমি অপেক্ষা-
করতে থাকলাম আঁধারের ফুল ফুটবে বলে।
আজ আমার সেই প্রতীক্ষার অবসান ঘটলো।
আঁধারের ডালে ডালে আজ ফুটেছে-
চোখ ধাঁধানো আলোকিত ফুলেদের সারি।
আমি আমার সব বিস্ময় চেপে আঁধারকে
প্রশ্ন করলাম, তোমার মাঝে তো কোন আলো ছিলনা!
তবে এই আলোর উৎস কী?
আঁধার মৃদু হেসে বলল, "তুমি জানোনা?
আলো আর আঁধারের বন্ধন জন্মান্তরের?
আলোর মৃত্যু হলেই আঁধার আসে-
আবার আঁধার থেকেই জন্ম হয় নতুন আলোর।"