এই একা রাত আর বোকা চাঁদটার সাথে কথা বলে
শহরের সব আলো নিভে, অন্ধকার হয়ে গেছে;
বিষন্নতায় প্রহর গুলো কাটছে কেঁদে
নিহত স্বপ্ন আমার সহসা আলো জেলে;

অভিভানে অভিমানে যাচ্ছে জীবন
তুমিও তো হারিয়েছো সেই যে কখন।
অভিভানে অভিমানে যাচ্ছে জীবন
তুমিও তো ফুরিয়েছো সেই যে কখন।


এই মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি নামে
আমার হৃদয় ভাঙা কেউ তো নেই পাশে;
নিভে গেছে প্রদীপ, বেখেয়ালি স্টেশন
আমার আমি একা, পাই না তোমার দেখা;

অভিভানে অভিমানে যাচ্ছে জীবন
তুমিও তো হারিয়েছো সেই যে কখন।
অভিভানে অভিমানে যাচ্ছে জীবন
তুমিও তো ফুরিয়েছো সেই যে কখন।