আমি একলা অন্ধকারে বসে আছি অপেক্ষায়
আকাশের নীলিমার বুকে তোমাকে খুঁজে পাই
জানি তুমি আসবে না আর কভু ফিরে
ভুলে গিয়েও ভুলতে পারি না;
কিভাবে থাকি ভুলে?
তোমার শহর আলো ভীষণ,
আমি অন্ধকার!
তুমি ভাসো সুখের বাসরে
আমি শুধুই আমার।

তোমার নতুন সঙ্গী, আমার নিঃসঙ্গতা!
একা আমি হারিয়ে বহুদূর
পাবে না আর আমার দেখা;
জানি তুমি আসবে না, আর কভু ফিরে
আদুরে থাকবে তুমি
ভুলে যাবে আমাকে!
তোমার শহর আলো ভীষণ,
আমি অন্ধকার!
তুমি ভাসো সুখের বাসরে
আমি শুধুই আমার।