কল্পলোকের অবতার বাপের মেরুদণ্ড ভাঙার শব্দ
শুনে ছিলো কোটি সাতেক পিঁপড়ের দল।
কি আশ্চর্য!!! গুটি কয়েক লাল পিঁপড়ে ছাড়া কারো কোনো
হদিস নেই, কালো পিঁপড়েরা চিনির নেশায় পড়লো নাকি???
শকুনেরাও হেসে বলল,
এই লাশের গন্ধে পাপ আছে, এর চেয়ে অনশন ভালো।
৭৫ টা সূর্য কিরণে মরা শুকচ্ছে।
বাতাসে ভাসছে পাপের গন্ধ।
একি!!! এতো দেখি মরার পাশে দুটো টিকটিকির ডিম,
ফুটেছে কি???
ফুটেছে বৈকি, দিব্যি মহারানীর ভং ধরেছে।
টিকটিকির বাচ্চা এখন পাপ গন্ধের আতর বিকোচ্ছে।
পিঁপড়ের দল আতরের গন্ধে নিজের মস্তিষ্কই খাচ্ছে,
প্রাতরাশে শত শত পিঁপড়ের চালান পড়ছে ওই টিকটিকির
পেটে।
আতরের গন্ধে পাপের ভাটা পড়েছে...
নাদুসনুদুস টিকটিকির পেট ছিঁড়ে পিঁপড়েরা বেরুতে শুরু
করেছে,
কাটা লেজের নৃত্য দেখেও পিঁপড়েরা বিমোহিত হচ্ছে না
কেন???
চেতনার ১৫ টা বাল ছিঁড়ে, কচি পিঁপড়েদের টিকটিকি
জিজ্ঞেস করলো,
-পাখা গজাবার শখ হয়েছে?
-নাহ, মেরুদণ্ড ভাঙার সময় এসেছে।।।
তাজ্জব তো, এই হারামজাদীর দেখি অবতারের মত মেরুদণ্ড নাই!!!