সবুজ গাছের ছায়ায়, পথ চলে মেঠো পথে,
সকাল বিকেল ঝরে আলো, স্বপ্নে মেশায় সোনালি কথে।
ধান ক্ষেতের সোঁদা গন্ধ, মাটির বুকের গভীর ডাক,
প্রকৃতি যেন মা-বোনের মতো, মমতায় জড়িয়ে থাকে সবক।
পাখিদের গান, নদীর সুর, মাঠে খেলা বায়ুর দোলা,
প্রাণের সাথে প্রাণের মেলায়, এ জীবনে হারাই ভোলা।
পল্লী মাটির রঙে মোড়ানো, সাদা মেঘে ছোঁয়া নীল,
এই মাটির ছোঁয়ায় জন্মানো প্রেম, অটুট, অতুলনীয়।
আকাশ যতই দূর হোক না কেন, গ্রামবাংলা একান্ত নিজের,
মাটির কাছাকাছি থেকেই যেন মানুষ জীবন খুঁজে ফের।