নদী বইছে সুরে সুরে,
স্বপ্নেরা ঝরে পড়ে,
ছোঁয়া লাগে কূলে এসে,
মাটি কাঁপে, হৃদয় জাগে।

বাঁধভাঙা বৃষ্টির গানে,
মেঘেরা ডাকে ঘন শ্যানে,
পল্লবিত শাখা-প্রশাখায়,
আকাশে গড়ে মুক্তো বৃষ্টির বায়।

জলরাশি হেসে ওঠে,
প্রেমের স্মৃতি গোপনে রটে,
কোনো বাঁকে, কোনো কূলে,
শুধু তোমারই নামের ছলে।

শান্তি ভরিয়ে দেয় আলো,
কাঁপছে পাপড়ি, বেড়ে চলে রং-জোলো,
নদীর পাড়ে বসে আমি,
শুনছি প্রভাতের নতুন গানের সিম্ফনি।