শব্দহীন রাতে যে গল্প বলে,
চাঁদের আলোয় একা বসে,
তার মাঝেই খুঁজে পাওয়া যায়
হারানো দিনের গোপন সে আড়ালে।
তারারা যেন চোখে ফেলে স্মৃতি,
শীতল হাওয়ায় উড়ে যায় কথা,
নির্জন সেই পথ ধরে হাঁটে
আলোছায়ার ক্ষীণ এক রেখা।
নদীর পাড়ে দাঁড়িয়ে জেগে থাকে
অনন্ত অপেক্ষা, নীরবতা চায়,
তবু সে পথিকের পায়ের চিহ্নে
ফিরে আসে আর একবার, লাজে লুকায়।
সময়ের কোলাহলে কেটে যায় ক্ষণ,
তবু বাঁধা থাকে চিরদিনের বন্ধন,
নীরব আলাপ, ব্যথার বাঁধনে গাঁথা—
হৃদয় সাথী চিরদিন থাকো গো প্রহরা।