আকাশ জুড়ে মেঘের বাঁধন,
বৃষ্টির কণায় সুরের রাগ,
মাটির গন্ধে ভেজা গন্ধ,
জেগে ওঠে প্রাণের ভাগ।

সবুজ মাঠে কেঁপে ওঠে,
বৃষ্টি ছোঁয়া নরম ঘাস,
ধুলোর গায়ে ঝরে যায়,
নীরব নদীর স্নিগ্ধ হাস।

চোখে আঁকা স্বপ্নের ছবি,
ঝরনার সুরে ভাসে মন,
শ্রাবণের ওই নীল আকাশে,
আলোর নাচে তন্দ্রাহীন।

বৃষ্টিধারা নামে বারবার,
মুছে দেয় ক্লান্তি-ধরা দিন,
শ্রাবণের গানে মেলায় প্রাণে,
জীবনের এক নিবিড় বিন।