এলোমেলো পড়ে আছে ঘর,অসময়ে চলে এলে
কেনা হয়নি রং,কেনা হয়নি বাতি,কেমনে হয় সমাদর
খাট নেই,চেয়ার নেই দাড়িয়ে থাকতে পারবে কি?
বেলকনির ফুলের টব এখনো অপ্রস্তুত।
অসামাজিক আখ্যা দিয়ে যদি চলে যাও,তবে যাও।
আমার মিনতি নেই,আকুতি নেই,আপসোসও নেই
আমি হাঁটবো আমার পথে,দূরের নির্জন গাঁয়
তুলে আনবো ঘাস ফুল,পুট্টি ফুল আর নীল শাপলা।
সামাজিক হওয়ার চেষ্টা হবে না কোন কালে
আমি শুধু সাজাবো একটুকরো ঘর মনের রঙে।
৩১ জানুয়ারি২০১৭