ধীরে ধীরে নিচে পড়ছে পুরান ডায়েরীর পাতা
ক্ষয় হচ্ছে পোকা খাচ্ছে জমছে মলাটে ধূলা
প্রিয় গান প্রিয় সুর বিরহের আবছা আলোয় ঢাকা
প্রভাতে হাঁটার গতি আজ কম।
ইন্দ্রজালে আটকে পড়া মাছ পালিয়ে যায়
কার জালে ধরা পড়ে,নতুন ইকো সাজায়
ভাবনার উপর ভাবনা কেবল উলট পালট হয়
গভীর জলের নৌকা যেন,পাইনা খুঁজে কূল।
সময় হয়ে সময় যেন গড়ছে গভীর রাত
অন্ধকারে হাঁটতে বারণ জিহ্বায় নেই স্বাদ
শীতের পরে শীত আসে হচ্ছে উঁচু দেয়াল
ক্ষিরে এখন বাড়ছে পানি,মিষ্টতা খুব কম।
গভীর জলের নৌকা যেন,পাইনা খুঁজে কূল
ক্ষিরে এখন বাড়ছে পানি,মিষ্টতা খুব কম।
২১ ডিসেম্বর২০১৬।