তুমি চলে যাচ্ছো,চলে যাচ্ছো এ শহর ছেড়ে
চারুকলার গোধুলি ছেড়ে
ওয়ার সেমেট্রির সব বিস্ময় আমাকে বন্ধক দিয়ে
তুমি চলেছো অন্য শহরের স্বত্ব নিতে।
আমি একা!
একা মিশে যাচ্ছি প্যারেডের কোণে উৎকট গন্ধে
নিজেকে আমি আবিষ্কার করি নি:স্ব, বাতিঘরে।
তোমার ভেতরে কম্পন নেই এতটুকুন!
তুমি দৌড়াচ্ছ পলায়ণরত সৈনিকের মতো,বিজয়ের উত্তেজনায়।
অথচ তোমাকে জন্ম দিয়েছে এ শহর,
মাঝে মাঝে নষ্ট হোক,এশহরের স্ট্রিট লাইট তোমায় পথ দেখিয়েছে।
আজ নষ্টা বলে ছেড়ে যাচ্ছো।তুমি স্বার্থপর।
না!
কর্ণফুলীর ডিঙ্গি নৌকার অবাক মাঝি,
প্রজাপতি উদ্যানের কৃত্রিম ঝর্ণা,
স্বাধীনতা কমপ্লেক্সেরর লিফ্টে দশটাকা খোঁজে নেওয়া বালক
তোমায় ফিরতে বলবে না।
এ শহর তার কছে বেচে থাকা, আত্মমর্যাদার।