কিছুই বলার নেই
যখন তারা খসে পড়ে আকাশ থেকে
দাবানল হয়,পিছু ছুটে সাপ,
স্বৈরাচারেরর মরন ছোবল চারিদিক রাখে ঘিরে।
আসমানী আর অনাসমানী গজবের আমি-
আমি পার্থক্য বুঝিনা।
আঘাত করলে তুমি আমাকে
সমাজের শুভ্র হৃদয়ে আঁচড় টানলে
প্রতিবাদ হল মিছিল হল স্লোগান হল
তোমার বিচার হয়নি!
শয়তানের লেজ ধরে তুমি আঘাত করে চললে
স্বাধীনতার দোহাই দিয়ে,উদাসীনতার দোহাই দিয়ে
নষ্টালজিয়ার দোহাই দিয়ে,তোমার অধর্মের দোহাই দিয়ে
তাচ্ছিল্ল করলে তুমি মানুষের পবিত্র হৃদয়ের দোহাই
তোমার শিকলে পড়ল টান
তুমি নিহত হল,কেও বলল "উইকেট পতন"
আজ ও মিছিল হল,প্রতিবাদ হল
কিন্তু বিচার!
কিছুই বলার নেই।