শুনি!
কবে তোর কাটবে ঘোর
কবে রাত পোহায়ে নামবে ভোর
কবে দেখবি যাতাকলে স্বপ্ন পিশা
কবে দেখবি বুটের নিচে পিষ্ট শিশুর
নির্বাক চেহেরা।
সদ্য ফোটা অরুন ফুলের
বিধবা হওয়ার করুণ বিলাপ
কবে শুনবি?
তুই কবে শুনবি?
সব সন্তান হারা নির্বিকার মা
পৃথীবি চেনার আগে যুদ্ধ চেনা শিশু
ঘর নেই বাড়ি নেই অনিরাপদ আকাশ
প্রার্থনালয়ে একসাথে মৃত্যু
কবে দেখবি?
তুই কবে দেখবি?
কত লাশ তোর কাটাবে নেশার ঘোর
কবে ছাড়বি তুই ভোগ্যনারীর অন্তপুর?
কত ভীরুতায় নীচুতায় অন্ধত্ত্বে
কত অনৈক্যে তোর জাতের হবে বদনাম??