আমি খুব তৃষ্ণার্ত এই বর্ষায়
জ্যৈষ্ঠের ডোবার মতো ফেটে চৌচির
হৃদয় যেন আজ উন্মখ চাতক ।
এই টুকু জল দেবে ¯স্রোতস্বিনী !
খুব স্বাদ যে জাগে আজ সাঁতরাবো
তোমার বুকে উতলা ঢেউয়ের তালে
দু পাশে দু পাহাড়, হাই তুলছে ক্ষণিক পরে ।
কিছুই তো নেই আমার আমি ছাড়া
তাই আমি কে দিলাম সিক্ত করো
সিক্ত করো আমার তৃষ্ণার্ত মন
উৎ্সুক দৃষ্টি,ঢেউয়ের তালে তালে
নিঃস্বাসের ছন্দ গুলো দাও গড়ে ।
স্রোতস্বিনী তোমার বুকে
মাটির গন্ধে আমি নিশ্চুপ,
ইচ্ছে হয় ডুবিয়ে দাও পানির নিচে
আমি খেলবো সেখানে ছোট্ট শিশু হয়ে,
মাছের সাথে মাতবো লুোকচুরি-ই
বিচিত্র কাননে ।।