অনিমেষ !
ছেলেটা বেশ দুষ্টু
ছেয়েছিল নাট্যভিনেতা হবে ।
রাজেশ?
অনিমেষের বন্ধু,খুব চটপটে
বেশি বন্ধু তার চাই চাই আর টাকা,
তাই রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন বুনেছিল মনে ।
প্রবাল কুসুমের ছোট ভাই
তার বাবা চেয়েছিল ডাক্তার বানাবে
ছেলের কি জেদ !
জার্নালিস্ট হবে।
বড় গলা করে বলবে;আমি সত্যের বাহক।
ওহ ! কুসুম
অনিমেষের এরিয়ামেট ।
আসা যাওয়ার পথে চোখাচোখি
তারপর লুকোচুরি
আরো পর গলায় গলায় ভাব ।

নাজিব প্রবালের ফুফাতো ভাই
সেকেলে একজন সাধারণ
ভালো মানুষ হবে সে।
এমন এইম ইন লাইফ হয় নাকি !
প্রবালের বুঝে আসে না ।

অনেক বছর পর... ... ...

রাজেশ জেলে
দুর্নীতিতে অসতর্কতার দায় বড় দায়
এখন সে সবার কাছে জেল ঘু ঘু রাজেশ বাবু ।

অনিমেষ ভালো অভিনেতা হয়েছিল,কুসুম ডাক্তার ।
দুজন সাঁতার কাটতে গিয়েছিল একদিন সমুদ্রে
আর ফিরে নি,
এইতো কদিন আগেই হারানো দিবস গেল ।

বড় বেছারা প্রবাল
টাকার লোভে মিছে খবর প্রচারে
গণ পিঠুনিতে দুপা ভেঙ্গে চার পা নিয়েহাটে এখন ।

ওহ, ঐ সেকেলেটা ! যে কিনা ভালো মানুষ হতে চেয়েছিল
একদিন তার বউ আবদার করল
আজ ভার্সিটি পড়াতে যেওনা
দূর কোন অরণ্যে ঘুরতে যাবো
ইচ্ছে করে হারিয়ে যাবো কোন অচেনা ঠিকানায়... ..।