বৃষ্টি আসবে
বৃষ্টি আসবে অঝোর ধারায়
কদম বেলী ওরা স্নান করবে
মিটি মিটি হাসবে মেঘের ফাকে
ছিটকে পরা রোদ্দুরে।
বৃষ্টি আসবে
বৃষ্টি আসবে অশান্ত মেঘের অভিমান ভুলিয়ে
সারাদিন কাকা করা কাকটি
বসবে গাছের ডালে আর ভিজবে।
বৃষ্টি আসবে
বৃষ্টি আসবে ঝির ঝির রোমাঞ্ছ নিয়ে
নব দম্পতি ঘুরবে মুগ্ধতায়
সব অভিমান ধুয়ে ভাসিয়ে দেবে সমুদ্দুরে।
এ বৃষ্টি হোক
আমার আগ্রহ নেই,অনাগ্রহ ও নেই।
আমি চাই......
বৃষ্টি আসবে
বৃষ্টি আসবে আবার আকাশ চাকনা হয়ে
অশান্ত বারি ধারায় তলিয় যাবে
এটম মিসাইল নেসেট
ধ্বংশ প্রিয় মানব পশু আর পরমানু।
নুহের তরী ভাসবে আবার আকাশ ছুঁয়ে ছুঁয়ে
রাব্বি রাব্বি সব ভালোরা গাইবে সমস্বরে।