ইচ্ছে করছে খুব দূরে কোথাও যাই।
লোকালয়ের বাইরে।ধুমপায়ীদের বিষ-বাষ্পের বাইরে।
যেখান থেকে উঁচু দালান দেখা যাবে না।কেউ ডাকবে,অন্য অনেকেই ডাকবে,এই ডাক আমার কান অবধি আসবে না।
রেল লাইন ধরে চলতে চলতে পথ ভুলে হারিয়ে যেতে চাই
যেন প্রত্যাবর্তনের নেশা না জাগে।
নির্মল হাওয়ায় ডুব দেবো,সাতরাবো,খেলবো সেই পুরানো সময়ের খেলা।যখন আমার কাছে পৃথিবী ছিল একটা গ্রাম,একটা শহর,একটা নগর।
পরিচয় হবে নতুন ডাকের সাথে।নিষ্পাপ মিষ্টি ডাক।যার অর্থ খুঁজতে খুঁজতে কেটে যাবে এক যুগ।
নতুন বন্ধু হবে।যারা বন্ধুত্ব বুঝে না।শত্রুতাও বুঝে না।
আমি নিঃশব্দে চলে যাবো...
পশ্চিমের অরণ্যে
বৃষ্টির তীব্রতায় বিলীন হবে,শুকনো পাতায় পা রাখার শব্দ।
স্বপ্ন টুটে যাবে না কারো এতটুকুন
আকাশ যখন লালচে হবে,বাসায় ফিরবে বকের ঝাক
আমি পা বাড়াবো পোড়া মাটির দেয়ালের বাইরে...।