আমারো একটা মন আছে
অনুভুতি আছে,কেও চিমটি কাটলে ব্যথা পাই
স্বপ্নের বাইরে,ঘোরের বাইরে জেগে উঠি
বাস্তবতার মেঠোপথে হেঁটে হেঁটে ক্লান্ত হই
আমিও কষ্ট পাই,আঘাতে।শিহরিত হই কোন আয়োজনে
একগুচ্ছ রাত আছে-পার করেছি কেঁদে কেঁদে
কখনো অভিমানে ছুঠেছি অচেনা পথ
বিশ্বাস কি এখনো হয় না,আমি মানুষ?
দূরের উড়ে যাওয়া বক দেখে ইচ্ছে হয়েছিলো বক হবো
পানকৌড়ি দেখে ভেবেছি পানকৌড়ি হলে বুঝি মন্দ হয় না
হরেক রকম পাখি,জন্তু এমনকি জড়বস্তুর আসনে
নিজেকে কল্পনা করেছি ঠিকই,কিন্তু-
অপরিচিত কেও এখনো মানুষ ভেবে ভাব জমায়
তুমিও একটু মানুষ ভেবো,প্রিয়ো!
১০.০৪.১৮