শুনো!
আমি ছাত্র,আমি উদগ্রীব তৃষ্ণার্ত ঘোর সওয়ার
দুরন্ত আমি ছুটবো,যে পথ দেখাও
হাতে রবে দুধারি তলোয়ার
তুমি বলেছো, আমি খুন করেছি
তুমি বলেছো,আমি ধর্ষণ করেছি
তুমি বলেছো,আমি বানিয়েছি আন্ডারগ্রাউন্ড
মানবতাকে হত্যা করেছি,
আমার স্বচ্ছ আকাশে আজ নক্ষত্র নেই
আমার সাগরে হুংকারে আজ কুমন্ত্রণার ঢেউ
আমার মাঠে সবুজ ঘাস নেই,আড্ডাই নেই কেও
কাঁটাতারে মোড়ানো প্রণয়িনী
তোমাকে আজ শুনতেই হবে......
তোমাকে ভালবাসতেই আমার জন্ম যেদিন
তোমাকে ভালবাসাতেই মরণ হোক
আমার এই দর্শন আজ পরিবর্তিত
তোমার কর্তা বলছে-
আমি ধর্ষক,খুনী,ডন কিংবা দ্রোহের আগুন।
আমার নয়শ বছর জেল।
সাবধান!
সাবধান সাধুু!
ফাঁসির দাবি তুলবো আজ তোমার বিরুদ্ধে
অথবা হবে আজ নিজে ধর্ষিতা শেষ রাতে।