অভিশপ্ত রাতের পাহারারত মন যখন ক্লান্ত হয়ে আসে,
আমি প্রত্যাবর্তনের আহ্বান শুনতে পাই।
বিষাদ,হাহাকার আর ব্লাক মাম্বার রাজ্যে যাচ্ছি যখন আটকে
আমি শুনতে পাই ঝিঁ ঝিঁ পোকার দল আমাকে ডাকছে
আমি শুনতে পাই মোনাজাতে বাবার কান্না,মায়ের কান্না
আমি দেখতে পাই দূর্বাঘাস থেকে টিপ টিপ পড়ছে জলবিন্দু।

আমি থেমে যাই!

আমি থেমে যাই।কেননা,অশ্রু উপেক্ষা করতে পারিনা
প্রার্থনা গৃহের সামনের কাদামাটির ঘ্রাণ লেগে আছে দেহে
জন্মের পর পবিত্র আহ্বানের ধ্বনি প্রতিধ্বনিত হয়
আমি থেমে যাই।কেননা...
পুনরুত্থানের ভয় আমাকে ঘিরে ধরেছে,আমি ঘুমাতে পারিনা
বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে অবিশ্বাস এখনো জয়ী হতে পারেনি।

আমি ফিরতে চাই!

আমি ফিরতে চাই গাঁয়ের তাল গাছের নিচে,পুকুর পাড়ে
যেখানে শাউয়ালের চাঁদ দেখে কেউ বলে উঠে-
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমানি....
পূর্বের আলোর আগে,ঘুমন্ত ভূখন্ডের বুকে রাখতে চাই কোমল কদম
শিশিরের স্পর্শ আর দমকা হাওয়ার আলিঙ্গন আহ্বান জানাবে,
নতুন দিনের,অনুপমার রাজ্যে ফিরে আসার প্রথম উষার।


১৩ আগস্ট ১৭