মনের ভালোবাসা টেকসই, শরীরের কদাচিৎ!
শরীর ও মন দু'য়ের ভালোবাসা অনন্তের পথিকৃৎ!
দুর্নিবার টান, দান-প্রতিদান, ভালোবাসা যথোচিৎ!
খোয়াবের খাপে, পুণ্য কি পাপে, ভুলে যায় কি উচিৎ!

অদ্রি-জলধি-অরণ্য, নর ও নারী ধন্য ভালোবাসার জন্য!
ফুল ফোটে, পাখি গায়, কি তবে এসে যায়, কিরূপে তা গণ্য!
ভুল বুঝে দূরে  যায়, বারে বারে ফিরে চায়, খুঁজে হয় হন্য!
অবশেষে ফিরে পায়, দুটি দেহ একই কায়, রক্তিম আভা মুখে, আ হা্ কি লাবণ্য!

ভালোবাসা বলি তারে দেহ-মন-কায়া যারে একসাথে বাধে ডোরে,
জন্ম-জন্মান্তরে মান-অভিমান যারে ম্লান কভু নাহি করে!


(দশ পংক্তি পদ্য __ চতুঃ মিত্র ছন্দ)