জোরসে বল আল্লাহ এক! লা ইলাহা ইল্লাললাহ্!
জোরসে বল রাসূল মুহাম্মদ! মুহাম্মাদুর রাসূলুল্লাহ্!
জোরসে বল আল্লাহ মহান!
মুমিনগণের এই সে জবান!
নারায়ে তাকবীর আল্লাহু আকবার!
কাফের-মুশরিক জ্বলে জেরবার।
মুমিন যাঁরা জিহাদ করে, কাফের গুলো জঙ্গি বলে।
মুনাফেকরাও তলে তলে, কাফের গুলোর আঁচল ধরে।
কাফের-মুশরিক-মুনাফেক, কুৎসা রটায় ধরে ভেক,
মনগড়া সব কথার প্রপঁচ, শয়তানের ই অভিষেক।
জাহেলিয়াতের অন্ধকারে, দুনিয়া যখন অতল তলে,
জাহেলরা সব ধরার পরে দম্ভ ভরে আছড়ে পরে।
যত সকল অকাজ-কু কাজ, মূর্তিপূজা, শির্কি স্বভাব,
জাহেলদেরই সুন্নাহ সেসব, বেকুব যত জ্ঞানের অভাব।
আদম নবীর জন্ম হতে ই, ইবলিস তার শত্রু বটে,
গবা বিনা কোন আদম জাতে, ইবলিসকে বন্ধু ভাবে?
আল্লাহ বলেন পর্দা করো, ইবলিস বলে ন্যাংটা ঘুরো,
বেকুব বিনা আর কে আছে? ইবলিসের ই ধোঁকায় মজে?
রাসূল মুহাম্মদের কালে, ইসলামের ই ঝণ্ডা তলে,
জাহেলদের ঐ ভণ্ডামি সব, কবর হল মাটির তলে।
সেই জাহেলের বংশধর, আজও কিছু ধরার পর,
শয়তানের ই প্রবঞ্চনায় গবার উপর করছে ভর।
শয়তান, তার এমন ছল, আচ্ছন্ন গবার দল,
সেই গবাদের সঙ্গে নিয়ে, শয়তান, তার বাড়ায় বল।
দুনিয়া ভরা লোককে বলে, ইসলামের ই বিধান ছেড়ে,
মস্তি-মজায় ঝাঁপিয়ে পড়, কি আর হবে ধর্ম মেনে!
কাফের যারা বলছে তারা; তোমরা কেন প্রচারকারী ¿
রাসূল-নবী গত হয়েছেন, তোমরা কেন ধ্বজাধারী ¿
কোরআন-হাদীস মানছো কেন ¿ এগুলো সবই সেকেলে বাণী,
এই আধুনিক যুগেও কেন, করছো তোমরা এ পাগলামি ¿
জ্ঞানী, গুণী, আলেম যাঁরা, মানবকূলের জন্য তাঁরা
এই একালেও বিদিত তাঁরা, ইসলামের ই ধ্বজা ধরা।
শয়তানদের ছদ্মবেশ, আলেম গণের কষ্ট-ক্লেশ,
গবা গুলোর ছলা-কলা, জ্ঞানী-গুনীর কণ্ঠে শ্লেষ!
কান খুলে সব শোন তবে, সূরা মায়েদায় আল্লাহ্ কহে;
এই পৃথিবীর মানব সারা, আছো তোমরা যারা যারা,
ইসলাম তাঁর (আল্লাহর) মনোনীত দ্বীন, একমাত্র জীবন ধারা।
রাসূল বলেন প্রচার কর, একটি ও যদি আয়াত জানো,
আল্লাহ তায়ালার আদেশ মানো, দ্বীন ইসলাম কায়েম করো,
জিহাদ করো ছোট-বড়, আল্লাহ তায়ালার পথে চলো।
মুমিন যারা সকলে তাঁরা, আজ্ঞা পালন করছে জেনো!
সূরা বাকারায় আল্লাহ বলেন; প্রবেশ কর পূর্ণ রূপে,
আল্লাহতায়ালার মনোনীত দ্বীন, ইসলামের ই ব্যাপ্ত বুকে।
শয়তানের ই অনুসরণ, নিষিদ্ধ, তা করা বারণ।
এই কথাটা পষ্ট জেনো, শয়তান, সে তো পাপের কারণ।
আদম জাতের জীবন-মরন, শুধুমাত্র রবের চরণ।
শয়তান হল আদি দুশমন , আদম জাতের ঘৃনার স্মরণ!
বোকা, গবা, কাফের, নেবা শয়তানের ই ভক্ত যারা,
সময় শেষে বুঝবে সবে, কে আর আছে আল্লাহ ছাড়া?
দুঃখের কথা কি আর বলা! এই এ যুগেও অবুঝ তারা!
শয়তানদের দলিয়ে মুড়ে আলেম গণের এগিয়ে চলা।
জ্ঞানী-গুণী আলেম গণের প্রয়াস, শ্রম আর একাগ্রতায়,
ইসালামের ঐ অমিয় বাণী, সুধা ছড়ায় এই দুনিয়ায়।