ওহে এম্বুলেন্স!
শোন ভাই, শোন মোর কথা।
অসুস্থ রোগী আমি, গা য়ে নিদারুণ যন্ত্রনা-ব্যথা,
চলতে ফিরতে, উঠতে বসতে কতই অসুবিধা,
নিয়ে যাবে মোরে হাসপাতাল? চিকিৎসা হবে যেথা।

ও ভাই এম্বুলেন্স!
কোন হাসপাতাল তা জানতে চাও
হাসপাতাল বাসা থেকে কত দূরে তা ও?
শোন তবে, হাসপাতাল অনতিদূর,
বাসা থেকে দূরত্ব হবে, হয়তো কিলো সাত।
ও ভাই এম্বুলেন্স!
নিয়ে যাবে মোরে হাসপাতালে?
যাওয়ার জন্য তোমাতেই বাড়াই হাত।

আচ্ছা! আচ্ছা!
হাসপাতালে নিয়ে যেতে আছো তুমি রাজি,
তবে বললে তুমি, লাগবে ভাড়া হাজার দুই আজ ই।
হিসেব কষি ভাড়া কেমন, ঠিক না কি তা বেশী,
কিলো প্রতি ভাড়া, মাত্র দুই'শ ছিয়াশি?


ও ভাই এম্বুলেন্স!
সাত কিলো পথ যেতে দুই হাজার চাও?
অসুস্থ রোগী বলেই কি এমন সুযোগ নাও?
রোগী মানুষ গা দুর্বল, চলৎ শক্তি নাই,
যে করেই হোক যেতে হবে হাসপাতালে, তাই
ভাড়া নিয়ে হিসেব কষার সময় আর কোথায়?
নিয়ে চল হাসপাতাল, রোগী রা নিরুপায়।